মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার কাছে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল ইয়ুদো মার্গোনো এ ঘোষণা দেন। ইয়ুদো মার্গোনো জানান, নৌবাহিনীর কমব্যাট স্কোয়াডের সদর দফতর জাকার্তা থেকে স্থায়ীভাবে দক্ষিণ চীন সাগর সংলগ্ন নাতুনা দ্বীপে স্থানান্তর করা হবে। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এ ঘোষণা এলো। বেইজিং নাতুনা দ্বীপের মালিকানা দাবি না করলেও অঞ্চলটির পানিসীমায় চীনের সার্বভৌমত্ব রয়েছে বলে দাবি করে। এ সার্বভৌমত্বের ফলে চীনা জেলেরা মাছ ধরার কার্যক্রম চালাতে পারে বলেও দাবি বেইজিং-এর। তবে ইন্দোনেশিয়া বলছে, চীনের এমন দাবির কোনও আইনি ভিত্তি নেই। আইন অনুযায়ী ওই অঞ্চলের মালিকানা ইন্দোনেশিয়ার। মৎস্য সম্পদসহ খনিজ আহরণের জন্য দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নৌপথে বছরে প্রায় পাঁচ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে আরও কয়েকটি দেশ ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।