Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে‘ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহসংগীত ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্প্রতি বসুন্ধরা সিটির স্টার সিনেল্লেক্সে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানিস¤পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, নজরুল ইসলাম বাবু এমপি, নাট্যজন আতাউর রহমান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের প্রধান হাবিবুর রহমান, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, আরটিভির অনুষ্ঠান প্রধান ও প্রামাণ্যচিত্রটির নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব, প্রাশাসন বিভাগের উপ-প্রধান মাহাম্মদ মাসুদুল আমিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন আরটিভির ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান। এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাস জানিয়ে বিকৃত মানুষ তৈরি করতে চেয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে এসব দূর করেছেন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সম্পর্কে যত জানাতে পারবো আমাদের স্বাধীনতা ততো অর্থবহ হবে। রলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু বিতর্কহীন ছিলেন। মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধীরা তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। এ অপচেষ্টা রুখে দিতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু মহাকালের মহানায়ক। কাল থেকে কালান্তর পর্যন্ত বঙ্গবন্ধু প্রেরণা যোগাবে। সৈয়দ আশিক রহমান প্রযোজিত ২ ঘণ্টা ২৭ মিনিটের দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটিতে রয়েছে বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব (১৯২০-১৯৪৭), বঙ্গবন্ধুর জাতীয় রাজনীতিতে পদার্পণ (১৯৪৭-১৯৫৪), বঙ্গবন্ধুর উত্থানপর্ব (১৯৫৫-১৯৬৩), স্বাধীকার ও অভ্যুত্থান পর্ব (১৯৬৩-১৯৬৯), ঐতিহাসিক নির্বাচন পর্ব (১৯৭০), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ পর্ব (১৯৭১) এবং স্বদেশ, বিশ্বনায়ক ও প্রয়াণ পর্ব (১৯৭২-১৯৭৫)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রামাণ্যচিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ