Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১২:৫৬ পিএম

গত বছরের ২৮ ডিসেম্বর আরটিভি ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের জন্মের ৫০তম বর্ষ উপলক্ষে একটি দীর্ঘ প্রামাণ্যচিত্র নির্মাণ করবে। আরটিভি নিজস্ব অর্থায়নে গবেষণামূলক ও দুর্লভ ফুটেজ সংযোজন করে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ নামে প্রামাণ্যচিত্রটি নির্মাণ কাজ শেষ হয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ২ ঘন্টা ৫০ মিনিট দৈর্ঘ্যরে এই তথ্যচিত্রটির গবেষণা, গ্রন্থণা ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। আগামীকাল সোমবার বিকাল ৪ টায় তেজগাঁওস্থ আরটিভি’র বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু প্রামাণ্যচিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ