Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে গান করছেন সৈয়দ আব্দুল হাদী। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। সঙ্গীত জগতে তিনি একজন কিংবদন্তী। এই কিংবদন্তী শিল্পীর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে বাংলাঢোল নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র। এটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। সৈয়দ আব্দুল হাদী বলেন, এর আগে অনেকেই প্রস্তাব দিয়েছিলেন। রাজি হইনি। কারণ আমি মনে করি প্রামাণ্যচিত্র হওয়ার মতো যোগ্যতা আমার হয়নি। বাংলাঢোল আমার ৪৫টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছে। এরই অংশ হিসেবে প্রামাণ্যচিত্রটিও ওরা তৈরি করেছে। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি সন্তুষ্ট। সাদাত হোসাইন বেশ আন্তরিকতার সঙ্গে যতœ নিয়ে প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন। ৩৫ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী। সাদাত হোসাইন বলেন, প্রামাণ্যচিত্রটিতে কিংবদন্তী এই শিল্পীর অনেক অজানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে মনেই হয়নি একজন কিংবদন্তীর সঙ্গে আছি। তিনি সত্যি অসাধারণ একজন মানুষ। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। উল্লেখ্য, বাংলাঢোলের ব্যানারে চারটি পৃথক অ্যালবামে প্রকাশ করা হচ্ছে শিল্পীর প্রচলিত-অপ্রচলিত ৪৫টি গান। গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে আজ। ঢাকা ক্লাবে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা উপভোগ করবেন প্রামাণ্যচিত্রটি। পরে এটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে বাংলাফ্লিক্স নামক ভিডিও চ্যানেলে। অডিও ভার্সন শোনা যাবে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ