মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইথিওপিয়ার টিগ্রাইয়ে চলমান লড়াই থেকে বাঁচতে ছয়মাসে দুই লাখ মানুষ সুদানে পালাতে পারে আশঙ্কায় তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার পরিকল্পনা করছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর কর্মকর্তা এক্সেল বিস্কোপ শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে বলেছেন, “এরই মধ্যে সুদানে পালিয়ে গেছে ৩১ হাজার শরণার্থী।”“এতে ২০ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার যে পরিকল্পনা ছিল সে সংখ্যা এরই মধ্যে ছাপিয়ে গেছে। এ অবস্থায় দুই লাখ মানুষের জন্য নতুন পরিকল্পনা করা হচ্ছে।” শরণার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা এবং নতুন আশ্রয় শিবির তৈরির জন্য জরুরি ভিত্তিতে ৫ কোটি ডলার তহবিল সহায়তা চাইছে জাতিসংঘের সংস্থাগুলো। ইথিওপিয়া সরকারি বাহিনীর সঙ্গে উত্তরাঞ্চলীয় টিগ্রাই রাজ্যের যোদ্ধাদের লড়াই চলছে দু সপ্তাহ ধরে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।