Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন বাঁচাতে পরিবেশবাদীদের অভিনব বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

জার্মানির একটি সড়ক প্রশস্ত করার জন্য হেসে রাজ্যের একটি বনের গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ করছেন জার্মানির পরিবেশবাদীরা। তাদের সরিয়ে দিতে পুলিশের বিশেষ বাহিনী কাজ করছে। জানা যায়, হেসে রাজ্যের ডানেনরোড অরণ্যের পাশে এ-৪৯ মহাসড়ক প্রশস্তের কাজ চলছে। মঙ্গলবার এর বিরুদ্ধে সেই অরণ্যে অবস্থান করছিলেন পরিবেশবাদীরা। বিক্ষোভকারীদের সরিয়ে অব্যাহত রয়েছে সড়ক নির্মাণ কাজ। এদিকে বনের গাছ যাতে না কাটা হয় সেজন্য চেষ্টা করছেন এই পরিবেশবাদীরা। কেউ গাছে মাচা বেঁধে, ট্রি হাউজ বানিয়ে, হ্যামক ঝুলিয়ে প্রতিবাদের ভিন্ন পন্থা বেছে নিয়েছেন। আবার কেউ কেউ রাস্তায় গাছের গুড়ি ফেলে কাজ বন্ধের চেষ্টা করেন। পরিবেশবাদীদের দাবি, আড়াইশ বছর পুরোনো ওক গাছ রয়েছে এই বনে। রাস্তা চওড়া করতে হলে এই গাছগুলো কাটতে হবে। তাই তারা এর প্রতিবাদে সরব হয়েছেন। অন্যদিকে, গত কয়েক মাস ধরেই পরিবেশবাদীরা বিভিন্ন এলাকায় বন রক্ষার দাবিতে প্রতিবাদ করে আসছে। তারা বলছে, গাছ কাটার এই পরিকল্পনা জার্মান সরকারের জলবায়ু পরিবর্তন রোধ নীতির সাথে সাংঘর্ষিক। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশবাদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ