Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতের সমাবেশে স্তব্ধ সিলেট নগরী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২০, ৪:১৬ পিএম

সিলেট হেফাজতের বিক্ষোভ সমাবেশ আজ। নগরীর রেজিষ্টারী মাঠে কানা কানায় পূর্ণ হেফাজত সমর্থকদের পদভারে। নগরীতে কেবল তারাই। গাড়ির বহর নিয়ে দূরদূরান্ত থেকে এসে শরিক হচ্ছেন সমাবেশে। হেফাজতের কর্মী সমর্থকদের পদভারে স্তব্ধ হয়ে গেছে গোটা নগরী। রেজিষ্টারী মাঠের সীমা ছেড়ে পাশর্^বর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে মানুষের উপস্থিতি। চোখ যেদিকে যায়, কেবল হেফাজতের কর্মী সমর্থক। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সাম্প্রতিক সময়ে এভাবে ঘটেনি সিলেট নগরীতে। আঞ্চলিক সড়কগুলোতে কেবল আওয়াজ মাইকের, গাড়ি ভর্তি লোকজন হেফাজতের সমাবেশে যোগদানের আহবান জানিয়ে তারাও শরিক হচ্ছেন সমাবেশস্থলে। বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারের সমাবেশ স্থলে এসে পৌছাচ্ছেন। একারনে তীব্র যানজটের মুখে পড়েছেন নগরীতে আসা সাধারন মানুষও। তবেএখনো কেন্দ্রিয় নেতারা সমাবেশ স্থলে এসে পৌছাননি। তবে স্থানীয় নেতৃবন্দ বক্তব্য প্রদান করছেন, বিরতি দেয়া হয়েছে আছর সালাতের। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতারা।

 



 

Show all comments
  • ABU BOKKOR ২২ নভেম্বর, ২০২০, ৯:৪৫ এএম says : 0
    Like it
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজত

১ নভেম্বর, ২০২২
৩১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ