Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

উগান্ডায় তীব্র সহিংসতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

উগান্ডায় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে আটক করার পরই শুরু হয়েছে তীব্র সহিংসতা। এতে নিহত হয়েছে অন্তত তিনজন। উগান্ডা পুলিশের বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, নির্বাচনি প্রচারের সময় করোনা সংশ্লিষ্ট বিধি ভঙ্গের অভিযোগে ববি ওয়াইনকে আটক করা হয়েছে। এরপরই শুরু হয় বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত। রেড ক্রসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংঘাতে তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৩৪ জন। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার আটক হলেন ওয়াইন। উগান্ডা পুলিশ তাদের ওয়েবসাইটে বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, প‚র্ব উগান্ডায় নির্বাচনি প্রচারের সময় ওয়াইন ববি করোনার সংশ্লিষ্ট বিধি ভঙ্গ করেছেন। তাই তাঁকে আটক করা হয়েছে। উগান্ডা পুলিশের মহাপরিদর্শক বিবৃতিতে বলেছেন, উগান্ডার রাজনীতিকেরা করোনা বিধি ভেঙে মানুষকে মিছিল করতে বলছেন, জনসভা করছেন। এর ফলে করোনা ছড়াচ্ছে। ববি ওয়াইন উগান্ডায় ব্যাপক জনপ্রিয়। তিনি সংগীতশিল্পী ছিলেন। অভিনয়ও করতেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এখন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে মনোনয়নপত্র দাখিল করার পর ববিকে আটক করা হয়েছিল। উগান্ডার নির্বাচনে ববি বেশ শক্ত প্রার্থী। সংগীতশিল্পী হওয়ায় তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই উগান্ডার প্রেসিডেন্ট উওয়েরি মুসেভেনি সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করে আসছেন ববি। সিএনএন, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উগান্ডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ