Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে আওয়ামীলীগ নেতা হিরার দাফন সম্পন্ন, জানাযায় মানুষের ঢল

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ৪:৩৬ পিএম

ময়মনসিংহের ফুলপুরে বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মরহুম জননেতা এম শামছুল হকের রাজনৈতিক সহচর মোঃ তোফাজ্জল হোসেন (হীরা) এর নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২.৩০ টায় ফুলপুর পৌর এলাকার চরপাড়া গ্রামে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই মুসল্লীরা নামাজে জানাযায় অংশ নেয়ার জন্য আসতে থাকে। একপর্যায়ে জানাযার নামাজে মানুষের ঢল নেমে আসে। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযা নামাজপূর্বে বক্তব্য রাখেন, সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আবুল বাসার আকন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম, ফুলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, বিএনপি নেতা এমদাদ হোসেন খান, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, বিএনপি নেতা আমিনুল ইসলাম লিটন প্রমুখ।

জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত আনুমানিক ২:৩০ টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে তার রূহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ