যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
সংযুক্ত আরব আমিরাতে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের চলতি বছরের শেষ পর্যন্ত অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া বৈধ হবার বা দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে সে দেশের সরকার।
আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) ঘোষণা করেছে যে, অবৈধ অভিবাসী যাদের ভিসার মেয়াদ ১ মার্চের আগে শেষ হয়ে গেছে তারা ডিসেম্বর বা তার আগে আমিরাত ত্যাগ করলে তাদের জরিমানা মওকুফ করা হবে।
আমিরাতের আইডি এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্ত দ- এবং নিষেধাজ্ঞা সমূহ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইসিএ এর বৈদেশিক ইমিগ্রেশনের মহাপরিচালক সাঈদ রাকন আল রশিদী।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই নির্দেশনার সাথে ভিসা লঙ্ঘনকারীদের তাদের অবস্থানকে বৈধ করার জন্য আরো একটি সুযোগও থাকবে।
উল্লেখ্য, এ বছরের ১৪ মে ঘোষণা অনুযায়ী স্বল্প মেয়াদি সাধারণ ক্ষমার মেয়াদকাল ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
এদিকে আমিরাত সরকারের এ ঘোষণার পর দেশটিতে অবৈধ হয়ে পড়া অনেক বাংলাদেশীসহ হাজার হাজার প্রবাসী উৎফুল্ল হয়েছেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।