নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত সপ্তাহে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধনের খবরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেন তিনি। জানালেন, তিনি পূজা উদ্বোধন করেননি। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই বিষয়টির জন্য তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন। এসময় তিনি নিজেকে একজন গর্বিত মুসলমান দাবি করেন। ক্ষমা চাওয়ার নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা।
সোমবার ইউটিউব লাইভে এসে ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে সাকিব আল হাসান বলেন, ‘অবশ্যই ঘটনাটি স্পর্শকাতর। আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। ভুল-ত্রুটি হবেই। ভুল-ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও ক্ষমা প্রার্থনা করছি।’
ক্ষমা চাওয়ার জন্য সাকিবকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেইসবুক ওয়ালে লিখেন, ‘নিজেকে গর্বিত মুসলমান হিসেবে দাবী করে কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান। আশা করি এর মধ্য দিয়ে ঘটনাটির সুন্দর সমাপ্তি হবে। সাকিবকে ধন্যবাদ।’
নাসিমা সুলতানা ইভা লিখেন, ‘ধন্যবাদ, অবশেষে ভুল বুঝতে পেরেছেন। আশা করি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। একটি কথা মনে রাখবেন, সবার আগে আমাদের ধর্ম।’
বদরুল ইসলাম লিখেন, ‘সাকিব আল হাসান পূজা ও ভক্তের ফোন ভাঙা নিয়ে বিস্তারিত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং দুই বিষয়ে ও নিজের ভুলের কথা স্বীকার করছেন ও হাসিমুখে যারা কষ্ট পেয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন । তাছাড়া, ধর্মের প্রতি উনার ভালোবাসা ও জ্ঞান তৃষ্ণা সম্পর্ক অবগত করছে। আমাদের পৃথিবীতে কোন মানুষ ভুল করা ব্যতিত জীবন অতিবাহিত করতে পারে না। সবার উচিত সাকিব আল হাসানকে একজন মানুষ হিসাবে উনার ভুল অনুধাবন করা এবং যারা ধর্মীয় ও ব্যবহারজনিত কারণে মনোকষ্ট পেয়েছে তারা উনাকে ক্ষমা করে দেওয়া।’
রাজু আক্তার লিখেন, ‘ক্ষমা চাওয়া একটি মহান কাজ। অনেকেই অপরাধ করে ক্ষমা চাইতে লজ্জাবোধ করেন, মানব সভ্যতার এটি একটি অন্যান্য নিদর্শন।’
এমডি শাহজাহান মোল্লা লিখেন, ‘প্রথমে আল্লার কাছে খাস দিলে তওবা করে মাপ চেয়ে নিতে হবে। আর চোর গেলে বুদ্ধি হয়, এটা সবারই জানা। মাথায় রাখতে হবে আজকের অনুশোচনা যেন শাক দিয়ে মাছ ঢাকা না হয়।’
পূজার অনুষ্ঠানে অংশগ্রহণকেই ভিন্ন চোখে দেখছেন শারাফাত ইসলাম শোয়ান। তিনি লিখেন, ‘সাকিব আল হাসান একজন আইকন। একজন সম্মানিত সেলিব্রিটি।একজন আইকন পূজা দেখতেই পারে। এখানে দোষের কিছুই নেই। সাকিব আল হাসান কি ধর্ম নিয়ে কোন কিছু বলেছেন? বাংলাদেশে অনেক গ্রামে চেয়ারম্যান ও এমপি দিয়ে পূজা উদ্বোধন করা হয়। খোঁজ নিয়ে দেখেন এবং পূজা উদযাপন করার জন্য টাকা দিয়েও থাকে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।