Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইডেনের বিপক্ষে ফিরছেন এমবাপে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

পায়ের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। নিজেদের পরের ম্যাচে সুইডেনের বিপক্ষে তারকা এই ফরোয়ার্ডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। গত ৩১ অক্টোবর লিগ ওয়ানে নঁতের বিপক্ষে পিএসজির ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে ডান পায়ের মাংশপেশিতে চোট পেয়েছিলেন এমবাপে। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি।

উয়েফা নেশন্স লিগে গত শনিবার পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে খেলতে পারেননি এমবাপে। এনগোলো কঁতের গোলে ম্যাচটি জিতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা দল হিসেবে প্রতিযোগিতার ফাইনালস নিশ্চিত করে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সুইডেনের বিপক্ষে এমবাপেকে পাওয়ার সম্ভাবনার কথা জানান দেশম। ঘরের মাঠে আগামী মঙ্গলবার গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে সুইডেন-ফ্রান্স, ‘সে (এমবাপে) পরের ম্যাচে দলে থাকবে। সে ফিরতে মরিয়া ও প্রস্তুত।’

নেশন্স লিগে ৯ ম্যাচের দুটিতে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ছাড়া খেলে দুটিতেই জিতেছে ফ্রান্স; এই দুই ম্যাচে গোল করেছে মোট পাঁচটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইডেন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ