Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমা বানাতে ৩ বছর ধরে ছাগল চুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাবার নামে সিনেমা বানাতে নেমে অর্থাভাবে পড়েন দুই ভাই। অর্থের অভাবে মাঝপথেই বন্ধ করতে হয় সিনেমা নির্মাণকাজ। তবে সিনেমা তৈরির টাকা জোগাড় করতে শেষ পর্যন্ত চুরির পথ বেছে নেন ওই দুই ভাই। এই অর্থ জোগাতে তিন বছর ধরে তারা চুরি করে আসছিলেন। শেষ পর্যন্ত ছাগল চুরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েন তারা। এমনই কান্ড ঘটে ভারতের তামিলনাড়ুতে। সিনেমাটির নাম ‘নে থানা রাজা’। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তামিলনাড়ুর নিউ ওয়াশারমেনপেটের বাসিন্দা ভি নিরঞ্জন কুমার (৩০) এবং তার ভাই লেনিন কুমার (৩০) নিজের বাবাকে নিয়ে একটি সিনেমা তৈরি করছিলেন। মুখ্য ভূমিকায় অভিনয়ও করার কথা ছিল দু’জনের। কিন্তু মাঝে হঠাৎ করেই অর্থের অভাবে সিনেমা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। তখনই চুরির চিন্তা মাথায় আসে দু’জনের। এরপর থেকে ছাগলসহ গবাদিপশু চুরি এবং বিক্রি করে আসছিলেন তারা। দিনে ৮–১০টি পশু চুরি করে প্রতিটি ৮০০ টাকায় বিক্রি করতেন দু’জনে। চুরির সেই টাকা সিনেমা তৈরির জন্য ব্যবহার করতেন। কিন্তু সম্প্রতি দু’টি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েন তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দোষ স্বীকারও করে নিয়েছেন। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ