Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস মোকাবিলায় নতুন তৎপরতা ইউরোপের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ক্ষমতার সবটুকু ব্যবহার করে নৃশংস সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়তে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। সন্ত্রাসের বিরুদ্ধে নতুন তৎপরতার মধ্যে ইন্টারনেটে ইসলামিস্টদের প্রোপাগান্ডা নজরদারি, সীমান্তে কড়াকড়ি বাড়ানো ও তথ্য ভাগাভাগি করে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্যারিসে সন্ত্রাসী হামলার ঠিক পাঁচ বছর পর সন্ত্রাস দমন নিয়ে আলোচনায় বসলেন ইউরোপিয়ান ইউনিয়নের অভ্যন্তরীণ মন্ত্রীরা। প্রকাশ করলেন এ বিষয়ে একটি যুগ্মবিবৃতি। যদিও ইইউ’র সার্বিক অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়নীতি নিয়েই আলোচনা করার কথা ছিল আজ। কিন্তু কথায় কথায় আলোচনার মোড় ঘুরে যায় ইউরোপে সশস্ত্র ইসলামিস্ট গোষ্ঠীদের নিয়ন্ত্রণ প্রসঙ্গে। বিবৃতিতে মন্ত্রীরা বলেন, জার্মান অভ্যন্তরীণ মন্ত্রী হর্স্ট জেহোফার এ বিবৃতিকে আশার আলো হিসাবে দেখছেন। তার মতে, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো একজোট হলে ইউরোপ ‘সুপার পাওয়ার’ হতে পারবে। মন্ত্রীরা যে কয়টি পরিকল্পনার কথা বলেছেন, তার কয়েকটি বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে। এর মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত অনলাইন কথোপকথনে কর্তৃপক্ষের নজরদারির বিষয়টি। জার্মান মন্ত্রী জেহোফার নিরাপত্তার খাতির এই ধরনের নজরদারিতে সায় দিয়েছেন। সাম্প্রতিক সময়ে জানা গেছে যে, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো ইতিমধ্যে হোয়াটস্যাপের মতো চ্যাটিং অ্যাপগুলোর ওপর নজরদারি বাড়াতে চাইছে। কিন্তু এই চিন্তার বিরোধিতাও এর মধ্যে দেখা গেছে জার্মান রাজনৈতিক মহলে। জার্মান পাইরেট পার্টির প্যাট্রিক ব্রেয়ার, যিনি ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য। তিনি বলেন, ‘কয়েকজন যারা এই প্রযুক্তির অপব্যবহার করছে, তাদের জন্য যারা প্রযুক্তির অপব্যবহার করছেন না, তাদেরও এই প্রযুক্তি থেকে আমরা বঞ্চিত করব কিনা, সেটা ঠিক করতে হবে। নাকি আমরা বলব যে নিরাপদ কথোপকথনই আমাদের সমাজের জন্য বেশি গুরুত্বপূর্ণ। জেহোফারের যুক্তি, কোনো সন্ত্রাসী হামলার পরেই নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসন ও রাজনীতিকদের সমালোচনা দিয়ে ঘিরে দেওয়া হয়। কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে হামলা ঠেকাতে যথাযথ ক্ষমতা দেওয়া হয় না।’ এই বৈঠকে জেহোফার ও অভ্যন্তরীণ বিষয়ক ইউরোপিয়ান কমিশনার ইলভা জোহানসন যদিও জোর দিয়ে বলেছেন যে, অভিবাসন ও সন্ত্রাসবাদ বিষয়ে আলাদাভাবে চিন্তা করা উচিত, বিবৃতিতে ধরা পড়ছে একটু ভিন্ন মত। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের আধুনিক, বহুত্ববাদী ও উন্মুক্ত সমাজকে সংহত রাখতে সাম্যের প্রয়োজন। পাশাপাশি, সবাইকে এই ধারণার সাথে একাত্মবোধ করতে হবে। স্বচ্ছ অর্থায়নের মাধ্যমে বিভিন্ন জাতীয়, নাগরিক ও ধর্মীয় সংস্থার বিরূপ প্রভাব সীমিত করতে হবে।’কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্টের আরেক সদস্য, গ্রিন পার্টির এরিক মারকার্ডট এবিষয়ে সতর্ক করেন। তিনি মনে করেন, যে এবছর ভিয়েনায় ও ২০১৫ সালের প্যারিসের হামলায় অভিযুক্তরা ছিল ইইউ নাগরিক। ফলে, সন্ত্রাসবাদকে শুধু অভিবাসনের সাথে যুক্ত করতে বারণ করেন তিনি। তাার মতে, ‘ইসলামিস্ট র‌্যাডিকালাইডেশন একটি ইউরোপিয়ান সমস্যা। এই সমস্যাকে এখান থেকে কোথাও ফিরিয়ে দেওয়া যাবে না। তবে এই সমস্যা মোকাবিলায় ‘বেশির ভাগ ক্ষেত্রেই নজরদারি ও অপরাধীকে শনাক্ত করার পন্থাগুলো অব্যবহৃত থেকে যায়’ বলেও জানান মারকার্ডট। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ