বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে আজ সকাল থেকে পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নগরীর শাহ মখদুম থানা এলাকার আমচত্বর এলাকায় ফয়সাল নামে ১ ব্যক্তি, নওদাপাড়া এলাকায় চারঘাট থানা এলাকার বাসিন্দা জামেরুল নামে এক বৃদ্ধ এবং নগরীর দাসপুকুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় মারা যান। তাদের লাশ রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
রাজশাহী মহানগরীতে বাসের ধাক্কায় অজ্ঞাত এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দাশপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রাজপাড়া থানা পুলিশ জানায়, মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানার চেষ্টা চলছে। সকালে একটি বাস সরাসরি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা এদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়েছেন। নিহতের মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।