Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বাউফলের কলেজ শিক্ষার্থীর

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:৫২ পিএম | আপডেট : ১২:৫৭ পিএম, ১৫ নভেম্বর, ২০২০

আনন্দভ্রমনে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল পটুয়াখালীর বাউফলের কলেজ শিক্ষার্থী মো. তমাল মন্ডলের (২০)।
গত শনিবার রাত আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলী এলাকায় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ওই দুর্ঘঘটনা ঘটে।
তমাল এ বছর উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মন্টু মন্ডল। মায়ের নাম তৃনা মন্ডল। তমাল ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান।
নিহত তমালের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বন্ধু তমাল মন্ডল, উজ্জ্বল বেপারি, শুভ বিশ্বাস মোটরসাইকেলে করে সমুদ্র সৈকত কুয়াকাটা আনন্দ ভ্রমনে যাওয়ার জন্য গতকাল শনিবার সন্ধ্যায় রওয়ানা হন।রাত আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলী বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে তমাল পড়ে গিয়ে পিছনে থাকা মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল চালাচ্ছিলেন উজ্জ্বল।
একমাত্র সন্তানকে হারিয়ে মা তৃনা রানী পাগল প্রায়।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,‘একমাত্র সন্তানকে হারিয়ে মা তৃনা রানী একরকম পাগল হয়ে গেছে। তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ