Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন চমক নিয়ে শুটিংয়ে ফিরছেন দেব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ৩:০৫ পিএম

টলিউডের জনপ্রিয় সুপারস্টার ডেব। করোনা পরিস্থিতিতে কিছুটা বিরতিতে আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন তিনি। এছারাও আরও দুই তারকা-সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান আনলক পর্যায়ের গোড়াতেই শ্যুটিংয়ে ফিরেছেন।

আলোর উৎসবের দিনে সামাজিক পাতায় খুশির ঘোষণা, সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গল কিংবা বুধবার আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হবেন মেগা স্টার। ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশের ছবি ‘কম্যান্ডো’র কাজ মাঝপথেই বন্ধ হয়ে গেছিল অতিমারির কারণে। সেই শ্যুট শেষ করবেন আগে। তার পর যোগ দেবেন টিম ‘গোলন্দাজ’-এর সঙ্গে। যদিও দীপাবলির সকালেই মাঠে গা ঘামাতে দেখা গিয়েছে দেবকে।

লকডাউনে দীর্ঘদিন বাড়িতে। ওয়ার্কআউট করলেও পায়ে বল ছোঁয়াতে পারেননি। তাই সবাই যখন উৎসব উদযাপনে ব্যস্ত, তখন মহা তারকা কোচের সঙ্গে মাঠে মনোযোগী ফুটবল-ছাত্র।

প্রসঙ্গত, গত নভেম্বরের মাঝামাঝি যুবভারতী স্টেডিয়ামে অভিনেতা-সাংসদ দেব, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজক এসভিএফ একযোগে জানিয়েছিলেন, এ দেশে ফুটবলের পথিকৃৎ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন নিয়ে তৈরি হচ্ছে আগামী ছবি ‘গোলন্দাজ'। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সাংসদ-তারকা।

সূত্র: আনন্দবাজার

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেব

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ