বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাড়ি ভাড়াকে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে বাড়িওয়ালা রানা ভাড়াটিয়া মেহেদী হাসানকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেন।
নারায়ণগঞ্জে ১৫শ’ টাকা বকেয়া বাড়ি ভাড়া না দেওয়ায় বাড়িওয়ালার হাতে ভাড়াটিয়া খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের নলুয়া পাড়া এলাকায়। নিহতের নাম মেহেদী হাসান (৫২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাড়ি ভাড়ার বকেয়া ১৫শ’ টাকার জন্য বাড়ির মালিক এতিম সুজনের ভাই রানার সঙ্গে তর্কাতর্কি হয় মেহেদীর।
ওই সময় রানা ধাক্কা দিয়ে মেহেদীকে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন বলে জানান তার ছেলে জুম্মন। আহত মেহেদীকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বাড়ি ভাড়াকে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে বাড়িওয়ালা রানা ভাড়াটিয়া মেহেদী হাসানকে ধাক্কা দিলে তিনি আহত হন। তিনি বলেন, পরে মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সময় স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।