পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহামারী করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক চুড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের (৪৫ ব্যাচ) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজনের সঞ্চালনায় ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, ‘করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ফলে অনিশ্চিয়তার মধ্যে পড়েছে জাবির শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে দূর্ভোগের মধ্যে রয়েছে চতুর্থ বর্ষের (২০১৫-১৬ সেশন) শিক্ষার্থীরা। শুধু ফাইনাল পরীক্ষা না হওয়ায় দুই বছরের সেশন জটে পড়েছে তারা। বিভিন্ন জায়গায় নিয়োগ পরীক্ষার সার্কুলার হচ্ছে কিন্তু পরীক্ষা না হওয়ায় তারা কোথাও আবেদন করতে পারছে না।’
দর্শন বিভাগ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘আমাদের পরীক্ষা এ বছরেই দ্রæততম সময়ের মধ্যে শুরু করতে হবে। শপিং মল, সিনেমা হল, গণপরিবহন সবখানে মানুষ অবাধে চলাচল করতে পারলেও শুধু পরীক্ষা নেয়ার বেলায় করোনা আতঙ্ক দেখানো হচ্ছে। তাহলে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণপরিবহনের যাত্রীদের চেয়েও কম স্বাস্থ্য সচেতন?’ মানবন্ধন শেষে শিক্ষার্থীরা জানায়, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করবো। এর পরেও যদি বিশ্বদ্যিালয় প্রশাসন স্থগিত পরীক্ষার বিষয়ে কোন পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।