Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ৮:৪৭ পিএম

ফরিদপুরে ব্যাঙের ছাতার মতো বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক যত্রতত্র গড়ে উঠেছে। জরুরি ভিত্তিতে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালানো প্রয়োজন মনে করে ফরিদপুরের সুধি সমাজ। ফরিদপুরে প্রায় শতাধিক বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এছাড়া আরো বেশকিছু হাসপাতাল ও ক্লিনিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। রোগীদের অভিযোগ, কিছু বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে অনেক সময় ঠিকমতো চিকিৎসা পাওয়া যায় না। চিকিৎসা নিতে আসা রোগীরা ডাক্তারের কাছে গেলে তারা অনেকগুলো পরীক্ষা-নিরিক্ষা করতে দেয়। এছাড়া নির্ধারিত ক্লিনিক থেকেই ওই পরীক্ষাগুলো করতে বাধ্য করা হয়।
জানা যায়, অপ্রয়োজনীয় অনেক পরীক্ষা-নিরিক্ষা করানোর কারণে রোগীর অনেক টাকা বিফলে যাচ্ছে। আরো জানা যায়, এই সমস্ত টেষ্টগুলো বিল ক্লিনিক মালিকরা ইচ্ছামতো করে থাকে এবং তাদের কোনো রেট চার্ট নেই।
এ সকল অভিযোগ সম্পর্কে সবাই জানেন কিন্তু ভয়ে কেউ মুখ খুলেন না বা অভিযোগ করেন না। অভিযোগ করে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে অনেক। তাই জনগণ নিরবে চিকিৎসা সেবা নেয়। ফরিদপুরের বেশিরভাগ বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোর বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ রয়েছে। সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী জানান, কয়েক বছর ধরে কোনো ক্লিনিক লাইসেন্স নবায়ন করছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের তদারকি নেই বলেই ব্যাঙের ছাতারমতো শহরে ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে। তিনি আরও জানান, কোনো কোনো ক্লিনিকের কাগজপত্র নেই। এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করেছি, যাদের বৈধ কাগজপত্র থাকবে না সে সকল ক্লিনিক সিলগালা করে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতাল

৪ ফেব্রুয়ারি, ২০২৩
২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ