Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ম নিয়ে কটূক্তি: জবির সেই ছাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ৪:৪৫ এএম | আপডেট : ৯:৩২ এএম, ১২ নভেম্বর, ২০২০

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার রাতে সিআইডির গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জিসানুল হক জানান, তাদের সাইবার পুলিশ সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিথি সরকারকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২৫ অক্টোবর সকাল ৯টায় পল্লবীর নিজ বাসা থেকে থানার উদ্দেশে তিনি বের হয়েছিলেন তিথি সরকার। এরপর ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার।

পরে ধর্ম অবমাননার অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর তার পরিবার থেকে অভিযোগ আসে তিথি নিখোঁজ।



 

Show all comments
  • salman ১২ নভেম্বর, ২০২০, ৫:৪২ এএম says : 0
    ai ......... k ........... koray daww.
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ১২ নভেম্বর, ২০২০, ৭:১৮ এএম says : 0
    ওকে ভালোভাবে ...পেটা করা হোক।
    Total Reply(0) Reply
  • নুরুল হুদা (পারভেজ) ১২ নভেম্বর, ২০২০, ১২:৪৫ পিএম says : 0
    আসলে,ধর্ম যার ব্যাথা তার। তাই বলে আমি অন্যের ধর্ম'কে খাটো করে, অপমান করে কথা বলবো, এমনটি মোটেও উচিত নয়। আর বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো ছাত্র-ছাত্রী যদি এমন কাজ করেন, তাতো আরো বেশী দুঃখজনক। শিক্ষা-জ্ঞান তো মানুষের কল্যাণে লাগানো উচিত,তাতো নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষে যাবার কথা নয়।
    Total Reply(0) Reply
  • নুরুল হুদা (পারভেজ) ১২ নভেম্বর, ২০২০, ১২:৪৫ পিএম says : 0
    আসলে,ধর্ম যার ব্যাথা তার। তাই বলে আমি অন্যের ধর্ম'কে খাটো করে, অপমান করে কথা বলবো, এমনটি মোটেও উচিত নয়। আর বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো ছাত্র-ছাত্রী যদি এমন কাজ করেন, তাতো আরো বেশী দুঃখজনক। শিক্ষা-জ্ঞান তো মানুষের কল্যাণে লাগানো উচিত,তাতো নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষে যাবার কথা নয়।
    Total Reply(0) Reply
  • Md. Mizanur Rahman ১২ নভেম্বর, ২০২০, ১২:৫৯ পিএম says : 0
    ইসলাম ধর্ম নিয়ে অধিক স্ট্যাডি করলে ধর্ম নিয়ে কটূক্তির কোন অবকাশ থাকতো না। শিক্ষার্থী তিথি সরকারের উচিত ছিল নিজ ধর্ম ও অন্য ধর্মগুলো স্ট্যাডি করা। তার পর তিনি বুঝতে পারতেন যে ধর্ম নিয়ে কটূক্তি নয়, শ্রদ্ধা করা উচিত। এবং ভালোলাগলে ভালোবেসে সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ