Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভোটাধিকার ছিল না ৬ লাখ রোহিঙ্গার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে। সোমবার দলটি বলছে, পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয় পেয়েছে তারা। অবশ্য এ নির্বাচনে রাখাইন রাজ্যে অবস্থানরত ছয় লাখ রোহিঙ্গা মুসলিমসহ প্রায় ২০ লাখ নৃতাত্তি¡ক গোষ্ঠী ভোট দিতে পারেনি বলে জানিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো। ২০১১ সালে সেনাশাসনের কবল থেকে বেরিয়ে গণতন্ত্রের যাত্রা হয় মিয়ানমারে। রোববার দ্বিতীয়বারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে বলে আভাস দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোও।এনএলডির মুখপাত্র মিও নিয়ান্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিভিন্ন স‚ত্র মারফত আমরা জেনেছি এনএলডি শুধু প্রয়োজনীয় ৩২২টি আসনেই নয়, বরং ২০১৫ সালের রেকর্ড ৩৯০টি আসন জয়ের রেকর্ড ভাঙবে। অবশ্য দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি। মিও বলেন, আমরা জনগণকে ধন্যবাদ জানাই। জনগণের জন্য, দলের জন্য এটি উৎসাহজনক নির্বাচনী ফল। মিয়ানমারের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণায় আরো কয়েকদিন লাগবে বলে জানা গেছে। এএফপি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ