Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

বর্ষসেরা শব্দ ‘লকডাউন’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

কলিনস ডিকশনারি চলতি বছরের সবচেয়ে আলোচিত শব্দ হিসেবে বেছে নিয়েছে করোনা মহামারিতে বহুল ব্যবহৃত ‘লকডাউন’ শব্দটি। করোনাভাইরাসের বিস্তারের সময় নাটকীয়ভাবে শব্দটির ব্যবহার বেড়ে যাওয়ায় ইংরেজি ভাষার অভিধান কলিনসের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে ‘লকডাউন’। ইংরেজি ভাষার এই অভিধান কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস মহামারির লাগাম টানতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারের নেয়া পদক্ষেপের মুখোমুখি হওয়া কোটি কোটি মানুষের অভিজ্ঞতার সমার্থক শব্দ হয়ে উঠেছে ‘লকডাউন’। কলিনস ডিকশনারির প্রকাশক হার্পার কলিনস বলেছেন, বিশ্বজুড়ে করোনার বিস্তার মোকাবিলায় সম্মিলিতভাবে ভ‚মিকা রাখা কোটি কোটি মানুষের সামগ্রিক অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করেছে এই শব্দটি। চলতি বছরে বিশ্বজুড়ে আড়াই লাখের বেশিবার ‘লকডাউন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু আগের বছর এই শব্দটি ব্যবহার হয়েছিল মাত্র ৪ হাজার বার। করোনাভাইরাস মহামারি মানুষের দৈনন্দিনের ভাষার ব্যবহারকে প্রভাবিত করেছে। এ কারণে ২০২০ সালে কলিনসের বেছে নেয়া আলোচিত দশটি শব্দে ঠাঁই হয়েছে বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কট সম্পর্কিত ছয়টি শব্দের। এই ছয়টি শব্দের মধ্যে রয়েছে ‘করোনাভাইরাস’, ‘সোস্যাল ডিসটেনসিং’, ‘সেলফ-আইসোলেট’, ‘ফারলো’, ‘লকডাউন’ এবং ‘কোÐওয়ার্কার’। তবে এরমধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত লকডাউন শব্দটি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ