Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে প্রতিবেশীকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার মামলা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৪:২৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে চাচাতো দেবরকে ফাঁসাতে তিন সন্তানের জননী এক গৃহবধূ পাঁচমাস আগের ঘটনা দেখিয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিকার দাবিতে মঙ্গলবার বিকেলে হয়রানীর শিকার যুবক লিটন মিয়ার পরিবার সরিষাবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে হয়রানীর শিকার পরিবারের সদস্যরা জানান, সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামের হাসান আলী ভানুর সহজ-সরল সন্তান মো. লিটন মিয়া (২৫)। একই গ্রামের প্রতিবেশী চাচাতো ভাই আমিনুর ইসলামের সাথে তার পরিবারের মধ্যে ছোটখাটো পারিবারিক কলহ ছিলো। এ কলহকে ভিন্নখাতে নিতে আমিনুর ইসলামের স্ত্রী তিন সন্তানের জননী মোছা. সুমিতা বেগম (২৫) গত ২৭ সেপ্টেম্বর জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (৪) (খ) ধারায় লিটন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা (যার নম্বর ১১৩/২০২০) দায়ের করেন।
ভূক্তভোগী মো. লিটন মিয়া জানান, মামলায় ধর্ষণ চেষ্টার ঘটনা দেখানো হয়েছে ২৪ এপ্রিল, অথচ মামলা করা হয়েছে দীর্ঘ পাঁচমাস পর ২৭ সেপ্টেম্বর। থানায় মামলা করলে প্রাথমিকভাবেই মিথ্যা প্রমাণিত হবে বলে হয়রানীর উদ্দেশ্যে বাদী আদালতে গিয়েছেন। এদিকে ওই নারীর ঘরে স্বামী ও তিনজন সন্তান থাকে। ঘটনার সময় তারা কোথায় ছিলো মামলায় উল্লেখ করা হয়নি ও নিজ পরিবারের কাউকে স্বাক্ষীও করা হয়নি। যা উদ্দেশ্যপূর্ণ বলে প্রতীয়মান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভূক্তভোগীর শ্বশুর তসলিম উদ্দিন, বড়ভাই সেলিম মিয়া প্রমুখ। তারা তদন্তসাপেক্ষে এর প্রতিকারসহ ওই নারীর শাস্তির দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ