মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন চাইলে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত সবগুলো নিষেধাজ্ঞা একটিমাত্র নির্বাহী আদেশে প্রত্যাহার করতে পারবেন।
তিনি গতকাল (সোমবার) বিবিসি ফার্সিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর ইরান-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে বোল্টন বলেন, বাইডেন যদি চান তাহলে ক্ষমতা গ্রহণ করেই একটি নির্বাহী আদেশে সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে পারবেন।
বোল্টন এমন সময় এ বক্তব্য দিলেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বিদায়ী মার্কিন প্রশাসন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে বলে গতকাল (সোমবার) খবর প্রকাশিত হয়। সেইসঙ্গে গণমাধ্যমে এ জল্পনাও চলছে যে, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এত বেশি কঠিন ও জটিল যে পরবর্তী প্রেসিডেন্ট বাইডেন চাইলেও খুব সহজে সেসব প্রত্যাহার করতে পারবেন না।
অবশ্য জন বোল্টন আগাগোড়া ইরানকে ‘কঠোর শাস্তি’ দেয়ার পক্ষপাতী। তিনি এ সাক্ষাৎকারে একথাও বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ‘ততটা কঠোর না হওয়ায়’ ব্যর্থ হয়েছে।
আমেরিকার এই যুদ্ধবাজ কূটনীতিক বলেন, এখন যে বলা হচ্ছে ট্রাম্পের ক্ষমতার বাকি ৭০ দিনে প্রতি সপ্তাহে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এখান থেকেই বোঝা যায়, এখন পর্যন্ত যে চাপ প্রয়োগ করা হয়েছে তা ‘সর্বোচ্চ’ ছিল না বরং এখনো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ রয়েছে।
তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরে হোয়াইট হাউজ ত্যাগ করেছিলেন জন বোল্টন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।