Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাথটাবে দুধ দিয়ে গোসল করে যুবক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম


বাথটাবে শুয়ে দুধ দিয়ে গোসল করায় গ্রেফতার হয়েছেন তুরস্কের ডেইরি কর্মী এক যুবক। এ ঘটনায় ভিডিও ধারণ করা ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম উগুর টুটগুট। ভিডিওতে দেখা গেছে, মনের আনন্দে মগ দিয়ে মাথায় দুধ ঠেলে চুল পরিষ্কার করছেন তিনি। প্রতিবেদনে আরো জানা গেছে, দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর সাধারণ মানুষের ভেতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারপর দুই জনকে গ্রেফতারের পর ডেইরি ফার্মটি বন্ধ করা হয়েছে। অবাক করার বিষয় হলো বাথটাবটি সেই কারখানার ভেতরেই। ধারণা করা হচ্ছে প্রতিদিন তিনি এই কাজ করতেন। স্থানীয় প্রশাসন ওই ডেইরি ফার্মটিকে জরিমানা করেছে। কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে কারখানাটি বন্ধ করা হয়েছে। দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, ভিডিওটি দেখার পর সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই আপাতত ডেইরি ফার্মটি বন্ধ রাখা হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে। টাইমস নাও নিউজ।

 

 



 

Show all comments
  • মোহাম্মদ মোশাররফ ৯ নভেম্বর, ২০২০, ১:০৪ এএম says : 0
    এটাও একটা নিউজ বটে।
    Total Reply(0) Reply
  • মরিয়ম বিবি ৯ নভেম্বর, ২০২০, ১:০৪ এএম says : 0
    টাকা কামড়ালে যা হয় আরকি।
    Total Reply(0) Reply
  • বিপুলেন্দু বিশ্বাস ৯ নভেম্বর, ২০২০, ১:০৫ এএম says : 0
    এত বিলাসি হওয়া ঠিক নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ