Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১:০৭ পিএম

ফ্রান্সে মহানবী (সাঃ)কে নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের অজপাড়াগাঁ বানিয়ারসিট এলাকার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এসময় মহানবী (সা) কে নিয়ে ফ্রান্সের ব্যাঙ্গাত্মক কার্টুন বানানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান।অন্যদের মধ্যে কওমী ওলামা পরিষদ সখিপুর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ, টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আঃ রহিম,কওমী ওলামা পরিষদ(কাকড়াজান ইউনিয়ন) এর সহ সভাপতি মুফতি মাস-উদ, বানিয়ারসিট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোফাজ্জল হোসাইন সহ আরো অনেক ওলামায়ে কেরাম বক্তব্য উপস্থাপন করেন।এসময় বক্তারা অবিলম্বে ফ্রান্সের এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য সরকারকে নিন্দা প্রকাশের পাশাপাশি যারা ফ্রান্সকে সমর্থন জানাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ