Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রয়োজনে বাংলাদেশ সীমান্ত সিল করে ভোট : অমিত শাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১১:১৫ এএম

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান অমিত শাহ বলেছেন, ভুয়া ভোটার নিয়ন্ত্রণে প্রয়োজনে বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হবে। গতকাল শুক্রবার নিউ টাউনে হোটেল ওয়েস্টিনে মালদহ, নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনার বিএসএফ কর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
গত নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে নতুন করে সংখ্যাগরিষ্ঠতা ছিনিয়ে নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পশ্চিমবঙ্গে সেটা সম্ভব না হলেও সেখানে লড়াই হয়েছে হাড্ডাহাডি। অল্প ব্যবধানে রাজ্যটিতে জয়লাভ করে মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ, নির্বাচন এলে বাংলাদেশ থেকে হাজার হাজার ভুয়া ভোটার নিয়ে আসে তৃণমূল।
বিজেপির এমন দাবি ‘হাস্যকর’ বলে বরাবরই উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরও গতকাল শুক্রবার ভারতের ক্ষমতাসীন দলের সর্বোচ্চ পর্যায় থেকে একই দাবি করা হলো।
শুক্রবার মালদহ, নদীয়া ও দক্ষিণ-চব্বিশ পরগনার বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচুর ভুয়া ভোটার আনা হয়। এবার সীমান্তে নজরদারি চালাতে হবে, যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোট দিতে না পারে।
তিনি আরো বলেন, এমনভাবে নজরদারি চালাতে হবে যেন একটি মশা বা মাছিও সীমান্ত টপকে না আসতে পারে। এ সময় তিনি প্রয়োজনে সীমান্ত সিল করার নির্দেশনা দেন।
এরপর রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, যে কোনো উপায়ে বাংলাকে মমতা বন্দোপাধ্যায়ের কুশাসন থেকে মুক্ত করতে হবে। এর পরের নির্বাচনে আমরা এই রাজ্যে অন্তত ২০০ আসন চাই। সেই লক্ষ্যে কাজ করতে হবে এখন থেকেই। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে রাজ্যে ঢুকে ভোট দিতে না পারে, সেদিকে তীক্ষ্ম নজর রাখতে হবে। সূত্র : আনন্দবাজার

 



 

Show all comments
  • Zakiul Islam ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ পিএম says : 0
    You are a psycho patient. Go to mental hospital.
    Total Reply(0) Reply
  • Mir Hassan Ashkary Shajnu ৭ নভেম্বর, ২০২০, ১:০০ পিএম says : 0
    You should to take medicine of insomnia Mr. Shah
    Total Reply(0) Reply
  • Jack Ali ৭ নভেম্বর, ২০২০, ৪:০২ পিএম says : 0
    May Allah destroy BJP ... Modi Amit Shah and their follower by Corona Virus. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অমিত শাহ

৩০ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ