Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

‘মহানবীর (সা.) শানে বেয়াদবি করা হলে কাউকে ছাড় নয়’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

 হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফী মাগফেরাত, করোনাভাইরাসসহ সকল বালা-মুসিবত থেকে মুক্তি কামনায় গত বৃহস্পতিবার রাতে নরসিংদীতে বিশাল দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। 

জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম বৌয়াকুর মাদরাসার উদ্যোগে আয়োজিত এ দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের সংসদ সদস্য লে কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু। বিশেষ অতিথি ছিলেন বৌয়াকুড় জামে মসজিদের সভাপতি রুস্তম আলী প্রধান। বক্তৃতা করেন মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ফয়জুল্লাহ সন্দিপী। মাওলানা মামুনুল হক বলেন, যে রাসূল মোহাম্মদকে (সা.) মহান আল্লাহ স্বয়ং সম্মানিত করেছেন। যাকে সমস্ত সৃষ্টি জগত তথা সৃষ্টিকুলের রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন, যার উপর দরুদ পাঠ করলে আল্লাহর রহমত বর্ষিত হয়, সেই মহানবীর (সা.) অপমান মুসলমানরা কোনক্রমেই সহ্য করবে না। মহানবীকে (সা.) অপমান করলে সারা বিশ্বে আগুন জ্বলতেই থাকবে। আলেম-ওলামাদেরকে দুর্বল মনে করার কোন কারণ নেই। যত বড় শক্তি বা পরাশক্তি হোক আলেম-ওলামা তথা মুসলমানদের শক্তির কাছে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতে ইসলাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ