মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে লন্ডনে শুরু হতে যাচ্ছে লকডাউন। কড়াকড়ি এড়াতে লন্ডন শহর ছেড়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। তাই ছোট বড় আড়াই হাজারেরও বেশি জ্যামে আটকে আছে লন্ডন। আর এতে সব মিলিয়ে মোট জ্যামের দৈর্ঘ্য হয়েছে ১২০০ মাইল। খবর দ্যা মিরর।
নর্থ সার্কুলারে ট্রাফিক জ্যাম ছাড়িয়েছে ৮ মাইলেরও বেশি। লন্ডনের মোট ২৪টি শহরের মধ্যে ১৬ টিতেই সবচেয়ে বেশি গাড়ির চাপ।
গাড়ির চালকদের অনেকে হতাশা জানিয়ে জ্যামের ছবি দিয়ে টুইট করছেন। এক চালক জানান, ৫ মিনিটের পথ যেতে ন্যূনতম ২ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।
লন্ডনের বাসিন্দারা শংকা করছেন, আগামি মাস পর্যন্ত চলতে পারে লকডাউন। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, লকডাউন সত্ত্বেও আসছে বড়দিনের উৎসবে মানুষ তাদের পরিবারের কাছে ফিরতে পারবে।
এদিকে, করোনাভাইরাসে ব্রিটেনে প্রতিদিনই নতুন করে বাড়ছে মৃতের সংখ্যা। গত বুধবারও দেশটিতে ৪৯২ জন করোনায় প্রাণ হারিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।