Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ১০ মাসে ৪২ আত্মহত্যা

মো. খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনে দিনে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে ২ অক্টোবর পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় ৫৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসব আত্মহত্যার পেছনে ডিপ্রেশন, প্রেম সম্পর্কিত জটিলতা, পারিবারিক কলহ, অভাব-অনটন, দীর্ঘস্থায়ী রোগে ভোগা, আত্মহত্যায় প্ররোচনা, কীটনাশক পান, যৌন নির্যাতন, মা-বাবার ওপর অভিমান, পরীক্ষায় খারাপ রেজাল্টসহ বিভিন্ন কারণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে নারী ও অল্পবয়সী টিনএজারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি রয়েছে। বছরের পর বছর এভাবে আত্মহত্যার মিছিল বেড়ে চললেও এ থেকে পরিত্রাণের কোনো উপায় খুঁজে বের করেননি প্রশাসন, এনজিও, জনপ্রতিনিধি কিংবা সোস্যাল ওয়ারকাররা।

রূপগঞ্জ থানা ও বিভিন্ন পত্রিকার সূত্র মতে, চলতি বছরের ৬ জানুয়ারি নিজের জীবনের প্রতি হতাশায় ভুলতা এলাকায় শামীম নামে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। একই দিনে গোলাকান্দাইল খালপাড়া এলাকায় কাঞ্চন মিয়া ও ১২ জানুয়ারি মোবাইল কিনে না দেয়ায় তেতলাবো এলাকার রিয়াজুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া ২৩ জানুয়ারি হাটাব এলাকায় জাকির হোসেন, ২১ ফেব্রæয়ারি কাঞ্চন খাড়াপা এলাকার শামীম মিয়া, ২৪ ফেব্রæয়ারি গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার রিপা আক্তার, ২৬ ফেব্রæয়ারি নোয়াপাড়া এলাকার মিম, ৯ এপ্রিল পূর্বাচল উপশহরের শামীম মিয়া, ১০ এপ্রিল পোনাব এলাকায় শেখ সালমান, ১৭ এপ্রিল মুড়াপাড়া এলাকার আনোয়ার হোসেন, পহেলা মে তারাব এলাকার হাজী দুলাল, ১১ মে মাসাব এলাকার শেফালী, ১৩ মে মুড়াপাড়া ঠাকুরবাড়ি এলাকার শাহনাজ আক্তার, ২৭ মে স্কুলছাত্র ফয়সাল, ২৮ মে কেশাব এলাকার সুমাইয়া, ২৯ মে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার শাওন মিয়া, ২২ জুন বেলদী এলাকার নাহিদ, হাটিপাড়া এলাকার ইরা আক্তার, পহেলা জুলাই চনপাড়া পুর্নবাসন এলাকার মনিকা আক্তার, ৩ জুলাই সাওঘাট এলাকার সতেন্দ্র নাথ, ৪ জুলাই নোয়াপাড়া এলাকার আমেনা, ৬ জুলাই তারাব এলাকার অনিকা আক্তার, ১০ জুলাই পূর্বগ্রাম এলাকার মেহেদী হাসান, একই দিনে রূপসী এলাকার সুমন, ২০ জুলাই ত্রিশকাহনিয়া এলাকার রাণী বেগম, ২৯ জুলাই চনপাড়া পুর্নবাসন এলাকার রবিন মিয়া, ২ আগস্ট দাউদপুর এলাকার শাফিকুল ইসলাম, ৮ আগস্ট ইছাপুরা এলাকার পল্লব চন্দ্র, ৯ আগস্ট মাহনা এলাকার শামীমা আক্তার, ১৬ আগস্ট গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার জনি বৈষ্ণব, ১৯ আগস্ট চনপাড়া বটতলা এলাকার রায়হান মিয়া, ২২ আগস্ট চনপাড়া পূর্বপাড়া এলাকার শামীম বেপারী, ২ সেপ্টেম্বর চনপাড়া পুর্নবাসনের ২ নম্বর ওয়ার্ডের বৃষ্টি আক্তার, ৯ সেপ্টেম্বর যাত্রামুড়া এলাকার জসিম, ১৬ সেপ্টেম্বর কাঞ্চন পৌর এলাকার রিয়াদ হোসেন, ২৫ সেপ্টেম্বর ছোনাব এলাকায় সুরবানু, ২৯ সেপ্টেম্বর গোলাকান্দাইল এলাকার রুবায়েত ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সর্বশেষ গত ২ অক্টোবর পিতলগঞ্জ এলাকার বিথী রাণী দাস বিষপানে আত্মহত্যা করে।

বরপা লাইফ এইড হাসপাতালের পরিচালক ডা. তানজীল এহসান অভি বলেন, সাইকিয়াট্রিস্টের তত্ত¡াবধানে থেকে নানা প্রকারের কার্যকরী এন্টিডিপ্রেসেন্ট ড্রাগ, সাইকোথেরাপি ও কাউন্সেলিংয়ের মাধ্যমে একজন ডিপ্রেশনের রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা সম্ভব। সাধারণত এমিট্রিপটাইলিন, সিটালোপ্রাম, এস-সিটালোপ্রাম, মিরটাজাপিন এন্টিড্রিপ্রেসেন্ট হিসেবে খুবই কার্যকরী।

নগরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, ইসলামে আত্মহত্যা মহাপাপ ও অত্যন্ত ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছে। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, তাকে অগ্নিতে দগ্ধ করব, এটা আল্লাহর পক্ষে সহজ। আত্মহত্যা নিয়ে লিখতে গিয়ে ভিনসেন্ট ভ্যানগগ বলেছেন, দুঃখ সব সময়ই টিকে থাকবে।

গবেষক মীর আব্দুল আলীম বলেন, এটা আত্মহত্যা নয়। আত্মহননকারী নিজেই নিজেকে হত্যা করলো। এটা রোধে বড় প্রয়োজন কাউন্সেলিং। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, রূপগঞ্জে আত্মহত্যার প্রবণতা বেশি। শিগগিরই এনিয়ে এলাকা ভিক্তিক সভা-সেমিনার, কাউন্সেলিং করার পরিকল্পনা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ