Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি হস্তক্ষেপের প্রমাণ পায়নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার বিষয়ক শীর্ষ কর্মকর্তা ক্রিস্টোফার ক্রেবস বলেছেন যে, ভোট গণনায় বিদেশি কোনও পক্ষ হস্তক্ষেপ করেছে, এমন কোনও প্রমাণ সরকারের কাছে নেই। এক বিবৃতিতে ক্রেবস তুলে ধরেন যে কোনও বিদেশি পক্ষ মার্কিনিদের ভোট দেয়া থেকে বিরত রাখতে পেরেছে বা ভোটের গণনায় পরিবর্তন করতে পেরেছে, এমন কোনও প্রমাণ নেই। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টার পেছনে রাশিয়ার ভ‚মিকা ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ক্রেবস বলেছেন, ভোট গণনার প্রক্রিয়া চলাকালীন বা চ‚ড়ান্ত ফলাফল আসার আগে বিদেশি কোনও পক্ষ যেন প্রভাব খাটাতে না পারে, তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রাখবো আমরা। ট্রাম্প শিবির এখন পর্যন্ত কারচুপির অভিযোগ করার পাশাপাশি একাধিক রাজ্যে ভোট গণনার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি তারা। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমেরিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ