Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালিতে আবারও জরুরি অবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৭ এএম

ইউরোপের দেশ ইতালিতে আবারো ভয়াবহ আকারে বাড়ছে করোনা সংক্রমণ। প্রথম ধাক্কা সামলে স্বাভাবিক হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় দেশটিতে ফের জারি হতে যাচ্ছে লকডাউন। ইতিমধ্যে দেশটির চারটি অঞ্চলকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এই সব অঞ্চলে আগামী ৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে। বুধবার ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে এক সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মহামারিটির তীব্রতা অনুযায়ী সরকার তার নতুন প্যাকেজ প্রকাশ করেছে। লাল, কমলা ও হলুদ তিনটি অঞ্চলে ইতালিকে বিভক্ত করা হয়েছে। সর্বশেষ বিধিনিষেধের মধ্যে দেশটির জনবহুল অঞ্চল লম্বার্ডিসহ চারটি অঞ্চল লকডাউন রয়েছে। তিনি আরও বলেন, জোনিং স্থানীয় সংক্রমণের হারসহ অনেকগুলো কারণের উপর নির্ভর করে বিধিনিষেধগুলো ক্যালিব্রেট হবে। ক্ষতিগ্রস্ত রেড জোনগুলোতে লোকেরা কেবল কাজের জন্য, স্বাস্থ্যগত কারণে বা জরুরি অবস্থা এবং বার, রেস্তোঁরা এবং বেশির ভাগ দোকান বন্ধ রাখার জন্য তাদের বাড়ি ত্যাগ করার অনুমতি পাবে। লোম্বার্ডি অঞ্চলসহ মিলান, পায়েডমন্ত, বোলজানো, তুরিনো বেশ কয়টি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এসব এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে শুক্রবার থেকে। ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৫০ জন। আর এই দিনে করোনায় মারা গেছেন ৩৫২ জন। ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ৩৭৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ৭৬৪ ছাড়িয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ