বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার কলাপাড়া উপজেলায় শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদা(৩০) কে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িত বশির চৌকিদার ও সোহেল হাওলাদারকে ঘটনার ৬ ঘন্টার মধ্যে বুধবার দিবাগত রাত আড়াইটায় গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৫ নভেম্বর বৃহষ্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক প্রেস কনফারেন্সে এ গ্রেফতারের ঘটনা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। তিনি জানান,শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদা ঘটনার দিন বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে পশ্চিম টিয়াখালী বাড়িতে ফেরার পথে অন্ধকারে নির্জনস্থানে কতিপয় দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জেরধরে অতর্কিতভাবে হামলা করে ধাড়ালো দা দিয়ে কুপিয়ে জুয়েল প্যাদার বাম হাতের কব্জি কেটে ফেলে এবং ডান হাত কুপিয়ে গুরতর জখম করে। খবর পেয়ে জুয়েল প্যাদার ভাই খোকন প্যাদা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা পাঠানো হয়,বর্তমানে সে ঢাকা পংগু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুপার প্রেস কনফারেন্সে জানান, তাদের প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছেন, জুয়েল প্যাদা এলাকায় জমির দালালী করেন। জমিজমা সংক্রান্ত বিরোধ ও অভ্যন্তরীন কোন্দলের জেরধরে অজপাড়ার নির্জন ও দুর্গম কাঁচা রাস্তার উপরর উপর একাকী পেয়ে ৪/৫ জন দুর্বৃত্ত জুয়েল প্যাদার উপর হামলা করে ধাড়ালো দা ও ছোড়া দিয়ে কুপুয়ে বাম হাতের কব্জি কেটে ফেলে এবং ডান হাত কুপিয়ে রক্তাক্ত জখম করে।রাতেই পটুয়াখালী পুলিশ অভিযান চালিয়ে ৬ ঘন্টার মধ্যে আড়াইটায় দিকে বরগুনা জেলার আমতলী থানাধীন পূজাখোলা গ্রাম থেকে বশির চৌকিদার ও সোহেল হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের নিকট থেকে হামলার কাজে ব্যবহৃত একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান। অন্যান্য সহযোগিদের গ্রেফতারের চেষ্টাসহ ঘটনার উদঘাটন এবং ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে অভিযানে নেতৃত্ব প্রদানকারী অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।