বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফ্রান্সে ব্যাঙ্গ চিত্র এঁকে রাসূল (সঃ) এর অবমাননার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বৃহষ্পতিবার সকালে সর্বস্তরের হাজার হাজার তৌহিদি জনতা রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং স্মারকলিপি দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি সকাল হতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তৌহিদি জনতা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও ম্যাক্রোর কুশপত্তিলিকাসহ মিছিল সহকারে শহীদ মোস্তফা খেলার মাঠে জমায়েত হতে থাকে। সকাল ৯ টার মধ্যে বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মিছিল পূর্ব সমাবেশে মঠবাড়িয়া কেন্দ্রেীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আরিফ উল হক, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী শাকিল আহমেদ নওরোজ, জেলা বিএনপির বিশেষ সম্পাদক কেএম হুমায়ুন কবির, শিক্ষক নেতা আঃ জলিল শরীফ, জমিয়াতে মোদার্রেছিনের সভাপতি মাওলানা আবু জাফর, দক্ষিণ বন্দর জামে মসজিদের খতিব মওলানা শাহ জালাল, যুব হিজবুল্লাহ সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ মাওলানা ইয়াছিন ও মাওলানা নেছার উদ্দিন সাইফী প্রমূখ।
বক্তারা ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের নিকট দাবী জানান। বক্তারা জাতিসঙ্ঘ ফ্রান্সের বিরেুদ্ধে কোন ব্যবস্থা না নিলে মুসলিম জাতিসঙ্ঘ প্রতিষ্ঠার দাবী এবং ওআইসির নিরবতার তীব্র সমালোচনা করেন।
সমাবেশ শেষে এক বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ করে উপজেলা পরিষদ পরিষদ চত্বরে জমায়েত হয়। এ সময়ে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের নিকট পেশ করেন।
পরিষদ চত্বরে ম্যাক্রোর ৫/৬ টি কুশপত্তিলিকায় জুতা পেটা করে আগুন দিয়ে পোড়ান হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।