Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ফুলপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৩:১৮ পিএম

ময়মনসিংহের ফুলপুরে কোভিড-১৯ -এর সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয় বিষয়ে ক্রিয়েটিভ টিচার্স ফোরাম ও আইসিটি টিচার্স ফোরামের সাথে ময়মনসিংহ ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবনির্মিত মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন, শিক্ষক আবুল কাশেম, হুমায়ন কবীর, উম্মে হাবিবা লিমা, রোকসানা ইয়াসমীন রিটা, মোফাখ্খারুল ইসলাম, জান্নাতুন নাসরীন, আয়শা খাতুন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এটিএম রবিউল করিম রবি, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুঁইয়া।

ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুকুল তার বক্তব্যে উপজেলার দশটি প্রাথমিক বিদ্যালয়ে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণের প্রতিশ্রুতি দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ