বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। বৃহস্পতিবার সকাল থেকে নদীতে জাল ফেলে মাছ ধরছেন তারা। তবে গত বছরের তুলনায় এ বছর ইলিশ কম পাচ্ছেন বলে জানিয়েছেন জেলেরা। এখন আর ঝাকে ঝাকে ইলিশের দেখা পাচ্ছেন না তারা। অভিযোগ রয়েছে, নদীতে মাছ ধরা শুরু হলেও মৌসুমি জেলেরা অবাধে কারেন্ট জাল ব্যবহার করছেন। কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রকৃত জেলেরা।
এদিকে সাগরের ইলিশে ভরে গেছে ঝালকাঠির মাছের বাজার। কিছুটা কমমূল্যেই বিক্রি হচ্ছে ইলিশ। এক কেজি ওজনের ইলিশ ৭০০-৮০০ এবং ছোট ইলিশ ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।