Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : দীর্ঘ তিনমাস মাছ ধরা বন্ধ থাকার পর গতকাল (সোমবার) হতে কাপ্তাই হ্রদে দোয়া মুনাজাতের মাধ্যমে মাছ আহরণ-বিপণনের কার্যক্রম শুরু হয়েছে। হ্রদে মাছের প্রজনন, বংশ বিস্তারের জন্য তিন মাছ কাপ্তাই হ্রদে সকল ধরনের মাছ আহরণ ও বিপণন রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্দেশক্রমে বন্ধ থাকে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর (রোববার) মধ্যরাত হতে কয়েক হাজার জেলে কাপ্তাই হ্রদে মাছ শিকার করতে শুরু করে। এদিকে কাপ্তাই মৎস্য উন্নয়ন শাখা কর্পোরেশন কর্মকর্তা শামসুদ্দিন বলেন, সকাল ৬টা বাজে প্লাটফর্মে ফিসারিঘাটে সকল মৎস্য ব্যবসায়ী নিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাছ আহরণ-বিপণন কার্যক্রম শুরু করা হয়। এসময় মৎস্য উন্নয়ন কর্পোরেশন শাখার বিভিন্ন কর্মকর্তা এবং মাছ ব্যবসায়ী ইসমাইল সওদাগার, নবী হোসেন, শাহাবুদ্দিন সওদাগার, জসিমউদ্দিন, আলতাফ সওদাগার, দিদারুল ইসলামসহ সকলে উপস্থিত ছিলেন। কাপ্তাই শাখা মৎস্য কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রথম দিন সকাল ৬টা হতে দুপুর শাড়ে ১২টা পর্যন্ত ২৫-৩০ টন পর্যন্ত বিভিন্ন ধরনের কাঁচকি, চাপিলাসহ নানা প্রজাতির মাছ বিপণন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ