Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় আহত ৪

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর আজিমপুরে একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন-ওই ভবনের প্রকৌশলী মেহেদী হাসান (২৮), সুপারভাইজার আজহারুল ইসলাম (১৮) ও দিনমজুর রফিকুল ইসলাম (৩৫)। গতকাল সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই ভবনের প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, আহত তিনজনই আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে খান অ্যান্ড সন্স কোম্পানির নির্মাণাধীন বহুতলা ভবনে কাজ করেন। গতকাল সকালে ভবনের মালামাল উঠানোর অস্থায়ী লিফ্ট দিয়ে ১৮ তলা থেকে নিচে নামার সময় তারা লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মেহেদী ডান পায়ে ও বাকি দুজন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাদের অবস্থা খুব গুরুতর নয়। তিনজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, গতকাল দুপুরে ধানমন্ডি এলাকায় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে পুস্তক বিক্রয় সহকারী মো. ইলিয়াছ (৫৩) আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ইলিয়াছ ধানমন্ডির কবি নজরুল ইসলাম ইনিস্টিউটের পুস্তক বিক্রয় কেন্দ্রে বিক্রয় সহকারী হিসাবে কর্মরত রয়েছেন। ওই প্রতিষ্ঠানের যুগ্ম সচিব আব্দুর রহিম জানান, গতকাল দুপুরে ইলিয়াছকে কাউন্টারের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সহকর্মীরা স্থানীয় ইবনে সিনহা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ