Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় সংঘর্ষে আহত ১০

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মৌলভীবাজারে কুলাউড়ায় সিএনজি অটোরিকশা ও টমটম চালকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৭টি গাড়ী ভাচুুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কুলাউড়া থানার সামনে সিএনজি অটোরিকশা চালক ও মালিক সমিতির মানববন্ধন চলাকালে টমটম চালকদের সাথে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ জানায়, শহরে টমটম রিকশা না চালানোর দাবিতে মানববন্ধন করছিল সিএনজি অটোরিকশা চালকরা। এ সময় টমটম নিয়ে যাবার সময় সিএনজি চালকরা হামলা চালায়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ