Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু আর নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু আর নেই। গতকাল সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। নাসিরউদ্দিন দিলু বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্য নির্বাহী সদস্য, সহকারি সাধারণ স¤পাদক, সাধারণ স¤পাদক দুইবার, সহ-সভাপতি দুইবার এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সোনার চেয়ে দামি, কাবিন, সাহস, নাচে নাগিন, রূপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা, মহানসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তার চলে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, নাসির উদ্দিন দিলু ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অপূরণীয় ক্ষতি হলো।বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করছে। চিত্রনায়ক ওমর সানি বলেন, খুবই ভালো মানুষ ছিলেন দিলু ভাই। সজ্জন ব্যক্তি। সবসময়ই মুখে হাসি লেগে থাকতো। কোনো অহংকার ছিলো না। মানুষের সঙ্গে মন খুলে মিশতেন, আড্ডা মারতেন। একজন শিক্ষিত, মার্জিত রুচিশীল গুণী মানুষ ছিলেন দিলু ভাই। সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তিনি আমাদের সিনেমার মানুষদের গৌরব বাড়িয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ