Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীর মত বিনিময়

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ২:০৪ পিএম

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নির্বাচনে সম্ভাব্য বিএনপির মেয়র প্রার্থী দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের একনিষ্ঠ কর্মী নূর মোহাম্মদ সেলিম সরকার গত সোমবার তার নিজ বাসভবনে দাউদকান্দিতে কর্মরত জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় সেলিম সরকার বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবো, তবে দল আমাকে ছাড়া কাউকে মনোনয়ন দিলে তার পক্ষে কাজ করে যাবো। উল্লেখ্য সেলিম সরকার নির্বাচন করার ঘোষনা দিলে দলীয় নেতাকর্মী সর্মথকরা তার ডাকে সাড়া দিয়েছে এবং দলীয় সমর্থনের পাল্লা ভারী হচ্ছে। ইতি মধ্যে দলীয় নেতকর্মী সমর্থকরা তার বাসায় ভীর জমাচ্ছে। সেলিম সরকার বিগত দিনে দলীয় কর্মকান্ড ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ