Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১:২৩ পিএম

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বালুরচর ইউনিয়নের বালুচর চৌরাস্তায় আল ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি হযরত মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন সহ-সভাপতি মাওলানা মাতলুবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী শাহ জালাল। আরো উপস্থিত ছিলেন মাওলানা বজলুর রহমান, মাওলানা ইহসান, মুফতী মাহমুদ জহির কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শওকত সুমন, মাওলানা সারওয়ার হোসেন, মাওলানা নুর হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মওলানা নূরে আলম সিদ্দিকী, মক্কা-মদিনা বিক্স সামছুল হক প্রমুখ। এসময় বিক্ষোভ মিছিলে উপজেলার লতব্দী ও বালুরচর ইউনিয়নের হাজার হাজার ইসলামী তৌহিদী জনতা অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলে বক্তারা ফ্রান্স সরকারকে মুসলিম উম্মাহর নিকট নিঃস্বার্থ ভাবে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে নিতে হবে।৷ ফ্রান্স সরকারকে অবিলম্বে ব্যঙ্গচিত্র ও কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে। বাংলাদেশের পার্লামেন্টে নিন্দা প্রস্তর পাস করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ