বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী, মুসলমানদের উপর হামলা ও নিপিড়নের প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা উলামা পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১০টায় সদরের বাজার প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা উলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতি সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সদরের দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো. জাকারিয়া হোসেন, হাজিডাঙ্গী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোহাম্মদ নোমান মানসুর, বাইতুস সালাম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো. সেলিম হোসেন, শিক্ষক মো. মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আরো বিভিন্ন মসজিদ- মাদ্রাসার উলামায়ে
একরামগণ প্রমূখ।
এদিকে, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (স.) কে নিয়ে কটুক্তি, অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে।
শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরণের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।