Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মক্কায় মসজিদুল হারামের ফটকে বেগতিক গাড়ির ধাক্কা, চালক আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২০, ১১:৩৯ এএম | আপডেট : ১১:৪০ এএম, ৩১ অক্টোবর, ২০২০

পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামের একটি ফটকে দ্রুত গতির প্রাইভেটকার দিয়ে বেগতিক ভাবে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। শুক্রবার স্থানীয় রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই চালককে গ্রেফতার করা হয়েছে।

আরব নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় স্কয়ার ঘিরে থাকা সড়কে দ্রুত গতিতে ছুটছিল প্রাইভেটকারটি। প্রতিবেদনে বলা হয়, একজন সৌদি নাগরিক ‘অস্বাভাবিক অবস্থায়’ গাড়িটি চালাচ্ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ওই ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশন দফতরের অধীন সোপর্দ করা হয়েছে।

আরব নিউজে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, দ্রুত গতির প্রাইভেটকারটি ব্যারিকেড ভেঙে মসজিদুল হারামের একটি ফটকে আঘাত হানে।নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাৎক্ষণিক সেখানে ছুটে যান এবং ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে গ্রেফতার করেন।

সূত্র: আরব নিউজ, মিডলইস্ট আই



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মক্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ