বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হযরত মুহম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র ফ্রান্সের ম্যাগাজিনে ছাপানোর পক্ষে যৌক্তিকতা, পবিত্র মক্কা শরীফ ও পবিত্র জমজম কূপকে তথাকথিত মক্কা ও তথাকথিত জমজম কূপ বলে তাচ্ছিল্য করে ফেসবুকে পোস্ট দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সাইফুল্লাহ আল হাদী (২০১৭-১৮) নামের এক শিক্ষার্থী। শুক্রবার দুপুর ২টার দিকে সে তার নিজেস্ব ফেসবুক টাইমলাইনে এসকল মন্তব্য করে পোস্ট করেন।
পরে বিষয়টি বিভিন্ন স্যোসাল মিডিয়াতে তার পোস্টটি স্কিনশর্ট দিয়ে পোস্ট করা হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৬ টার দিকে হাদী তার টাইমলাইন থেকে পোস্টটি ডিলিট করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এদিকে তার বিরুদ্ধে ছাত্রত্ব বাতিলসহ তাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে নুর মুহম্মদ নামে তার এক সহপাঠী কমেন্টে জানান, “ সে সত্যিই এমন মন্তব্য করে থাকে তাহলে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এর আগেও তার বিরুদ্ধে এরকম ঘটনার অভিযোগ রয়েছে। সে আসার বন্ধু কিন্তু যখন আমাদের ধর্মীয় বিষয় নিয়ে বাজে মন্তব্য করবে তখন তার আর কোন পরিচয় থাকে না।”
এ বিষয়ে হাদীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “মূলত আমি ফ্রান্সকে নিয়ে আমি পূর্ণাঙ্গ ধারণা দিতে চেয়েছিলাম। ইসলামকে আঘাত করার কোন উদ্দেশ্য আমার ছিল না।”
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, “আমরা বিষয়টি তার বিভাগে জানিয়েছি। বিভাগ একাডেমিক কমিটির সাথে কথা বলে ব্যবস্থা নিবেন।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।