Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফিদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে কটূক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ৪:১৬ পিএম

ভারত, আরো একবার বাংলাদেশ ক্রিকেট নিয়ে কটূক্তি করল ভারতীয় গণমাধ্যম। এবার যেন অতীতের সব রেকর্ডই ছাড়িয়ে গেল। টাইগারদের ‘সরাসরি’ বেয়াদব বলে সম্বোধন করে ঢালাওভাবে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় চ্যানেল নিউজ ২৪। এতে রাগে-ক্ষোভে ফেটে পড়েছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

বুধবার অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এর পর মাশরাফিদের বেয়াদব বলে সম্বোধন করে মন্তব্যাশ্রয়ী রিপোর্ট করেন নিউজ ২৪ এর সাংবাদিক সাকশি জোশি।

সেই রিপোর্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে আরও একবার দলটির খেলোয়াড়েরা নিজেদের বেয়াদবি দেখাতে পারে।

এ দিয়ে জোশি বোঝাতে চেয়েছেন ফাইনালের কথা। যেখানে শিরোপা ঘরে তুলতে লড়বে বাংলাদেশ-ভারত। ফাইনালি লড়াইয়ে টিম ইন্ডিয়াকে সতর্ক করতেও লাল-সবুজ জার্সিধারীদের বেয়াদব বলে সম্বোধন করেছেন তিনি।

ভারতীয় এ সাংবাদিক রিপোর্টে জুড়ে দেন, অবশ্যই শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশি বেয়াদবদের থেকে রোহিত বাহিনীকে সাবধান থাকতে হবে।

মুহূর্তের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে যায়। সাকশি জোশির এ অশোভন রিপোর্টের কারণে খেপেছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী। তাদের পাশে এসে দাঁড়িয়েছে সাইবার নিরাপত্তা গ্রুপ Don's Team – DT। ইতিমধ্যে নিউজ ২৪ এর রিপোর্টারের ফেসবুক আইডি ডিজেবল করেছে তারা।

DT প্রতিষ্ঠাতা সুমন আহমেদ জানান, বাংলাদেশের ক্রিকেট সেক্টর অনলাইনে সুরক্ষিত রাখতে তাদের DT - Tigers Social Media Security গ্রুপ সবসময় সক্রিয় আছে। গ্রুপে জোশির বিরুদ্ধে অভিযোগ আসার পর পরই এ ব্যবস্থা গ্রহণ করে তারা।

অনলাইনে বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে এমন কটূক্তি হলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় গণমাধ্যমে কটূক্তি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ