বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা ফ্রান্সের সমালোচনা করে নানা স্লোগান দেন। তাদের পণ্য বাংলাদেশে বর্জনসহ এ বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় শুরা সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজী। এর আগে প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ আলমগীর হোসেন। পরে তারা ফ্রান্সের প্রধানমন্ত্রীর একটি কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।