Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবান পৌরসভায় ৩০কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ৩:৫৯ পিএম

বান্দরবান পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় ৩০ কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

বুধবার (২৮ অক্টোবর) সকালে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা, উজানীপাড়া ও জেলা আওয়ামীলীগ কাযার্লয়ের সামনে ফলক উম্মোচন করে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য পার্বত্য মন্ত্রী।
ইউজিআইআইপি’র অর্থায়নে মোট ৪৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে। প্রকল্পের মধ্যে রয়েছে পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, আরসিসি রি-টেইনিং ওয়াল ও আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন।
এসময় বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদ্দুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুই খই মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ সামশুল ইসলাম, পৌরসভার সচিব মোঃ তৌহিদুর ইসলাম, প্যানেল মেয়র দীলিপ বড়–য়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, আবুল খায়ের আবুসহ প্রমুখ।

এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর শেষে বান্দরবান পৌরসভার পৃথক পৃথক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আপনার শহর আপনাকে পরিস্কার রাখতে হবে। জনগণকে উন্নয়ন কাজের তদারকি ও পরামর্শ দিতে হবে। তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলার ৭টি পৌরসভার ব্যাপক উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন বাস্তবায়িত হলে বান্দরবান, লামাসহ অন্যান্য পৌর এলাকার চিত্র পাল্টে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ