Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে আ.লীগ নেতা সাক্ষী থেকে হত্যা মামলার আসামী

সোনাগাজী (ফেণী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১:২৩ পিএম

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ের আ' লীগ নেতা গোলাম সারওয়ার একটি হত্যা মামলার সাক্ষী থেকে আসামী হয়ে বর্তমানে জেল হাজতে আছে।
জানা যায়, ২০০৯ সালে ভাদাদিয়া গ্রামের বিবি আয়েশাকে হত্যার অভিযোগ এনে তার মেয়ে হাজেরা আক্তার লাইলি সোনাগাজী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামেএকটি মামলা দায়ের করে। বাদিনী তার মাকে হত্যা করা হয় নাই,কোন সাক্ষী প্রমান নেই উল্লেখ করে ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।পরে
মামলার তৃতীয় তদন্ত কর্মকর্তা আব্দুল ওয়াহাব কাউকে অভিযুক্ত না করে ফাইনাল রিপোর্ট দাখিল করেন।বাদীনি নারাজি দিলে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের আদেশ দেয়। তদন্তকালে সাক্ষী গোলাম সরোয়ার সহ অন্য সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে সিআইডি পরিদর্শক এনামুল হক গ্রেফতারকৃত আসামী আব্দুল খালেক,আব্দুল কাদের,সাহ আলম,আজিমা আক্তারকে অব্যহতি দিয়ে বাদিনীর পিতা ও নিহতের স্বামী জামাল উদ্দিনকে হত্যাকান্ডের জন্য দায়ী করে অভিযোগপত্র দাখিল করে।
বাদিনী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে আদালত না মঞ্জুর করে।পরে বাদিনী জজ আদালতে রিভিশন পিটিশন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য আবারো সিআইডিকে দায়িত্ব প্রদান করেন।দির্ঘদিন তদন্ত না হলেও ২০১৭ সালে মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জালাল উদ্দিন আহমদ।তিনি তদন্ত শেষে সম্প্রতি অভিযুক্ত নিহতের স্বামী জামাল উদ্দিনকে অব্যহতি দিয়ে সাক্ষী গোলাম সরওয়ার সাহআলম,রিয়াদ,আজিমা আক্তার,রফিকুল ইসলাম মাষ্টারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষী থেকে আসামী হওয়া গোলাম সরওয়ার গত কাল মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন।আদালত তার আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ